বটের খাল নদীর উপত্তিস্থল সুরমা নদী। গবিন্দ গঞ্জের উত্তর প্রান্ত দিয়ে বহে যাওয়া সুরমা নদীর হতে পূর্ব দিকে এই বটের খাল নদী প্রবাহমান রয়েছে। গবিন্দগঞ্জ বড়চাল হয়ে দোলার বাজার ইউনিয়নের মধ্য দিয়ে মঈনপুর বাজারের সীমানা দিয়ে দুদিকে নদী বহে গেছে। পশ্চিম দিকে রাউলী খাসগাও এবং পূর্ব দক্ষিণদিকে চেলারচর আনুজানী পর্যন্ত নদীর সীমানা। প্রায় ১৫ কলোমিটার লম্বা বটের খাল নদী। বর্ষা মৌসমে জেলেরা নদীতে মাছ ধরে। এ সময় নদী কানায় কানায় জলে পূর্ন থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস