Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রতিবন্ধী ভাতা

প্রতিবন্ধী ব্যক্তি বলতে অসুখে, দুর্ঘটনায়, চিকিত্‍সা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোন ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্থ হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তা হলে সেই ব্যক্তিকে বুঝায়। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি উল্লেখ যোগ্য অংশ প্রতিবন্ধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা শতকরা ১০ ভাগ। বাংলাদেশের সংবিধানের ১৫,১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সম-সুযোগ ও অধিকার প্রদান করার কথা বলা হয়েছে। সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে যে, সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাত্ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুজনিত কিংবা বৈধব্য, পিতৃ-মাতৃহীন বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ পরিস্থিতিজনিত কারণে অভাবগ্রস্থতার ক্ষেত্রে সরকারী সাহায্য লাভের অধিকার রয়েছে। বাংলাদেশের প্রতিবন্ধী কল্যাণ আইনের তফসিলের 'ঝ' অংশে সামাজিক নিরাপত্তা সম্পর্কিত অধ্যায়ে বেকার, অসহায় ও বৃদ্ধ প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা প্রবর্তনের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অসচ্ছল দুস্থ প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও তাদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে সারা দেশে প্রতিবন্ধী ভাতা কার্যক্রম রাষ্ট্র পরিচালনা করছে। বর্তমানে দোলারবাজার ইউনিয়নে ৫৩ জন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন।

বাস্তবায়নকারী কর্তৃপক্ষ :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ভাতা প্রদান কার্যক্রম ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়ে আসছে। সারাদেশে সকল উপজেলা এবং শহর এলাকার পৌরসভা ও সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় বসবাসকারী অচল, অক্ষম ও দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিগণ ভাতা কার্যক্রমের আওতাভুক্ত হয়ে থাকে।

কর্মকৌশল :
•    সংশ্লিষ্ট এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্বন্ধে তথ্য সংগ্রহ এবং তার মাধ্যমে প্রকৃত সংখ্যা ও প্রতিবন্ধীদের ধরণ নিরূপণ করা;
•    প্রতিবন্ধীদের মধ্যে অসচ্ছল, অসহায় এবং দূর্বল অংশের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করা;
 
প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির যোগ্যতা শর্তাবলী :
•    বাংলাদেশের নাগরিক হতে হবে;
•    মাথাপিছু বার্ষিক আয় ২৪০০০/- (চব্বিশ হাজার) টাকার উর্ধ্বে নয় এমন প্রতিবন্ধী ব্যক্তিগণ;
•    ভাতা প্রাপককে অবশ্যই দুঃস্থ প্রতিবন্ধী হতে হবে;
•    সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে;
•    ৬ বত্‍সরের উর্দ্ধে সকল ধরনের প্রতিবন্ধী;
•    বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
•    গরীব ও মানসিক প্রতিবন্ধী শিশু ও সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
অযোগ্যতা
•    যে প্রতিবন্ধী ব্যক্তি বয়স্কভাতা বা সরকার কর্তৃক প্রদত্ত ভাতা পেয়ে থাকেন;
•    অবসরপ্রাপ্ত কোন প্রতিবন্ধী ব্যক্তি যদি পেনশন পান।


প্রার্থী বাছাইয়ের মানদন্ড :
•    ভাতা প্রাপক-কে অবশ্যই বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইনের সংজ্ঞানুযায়ী প্রতিবন্ধী হতে হবে;
•    ভাতা প্রাপকের আর্থ-সামাজিক অবস্থা বাছাইকালে বিবেচনায় আনতে হবে;
•    ভাতা প্রদানের ক্ষেত্রে বৃদ্ধ/বৃদ্ধা প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করতে হবে;
•    ভূমিহীন ও গৃহহীন প্রতিবন্ধীগণ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করবে।

 

ভাতা প্রদান পদ্ধতি :
•    প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা প্রদান বাবদ বাজেটে বরাদ্দকৃত অর্থ সমান ২ (দুই)  কিস্তিতে অবমুক্ত করে সোনালী ব্যাংকে ন্যাস্ত করা হবে।
•    উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংকের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা পরিশোধ করা হবে। উপজেলা সদরে সোনালী ব্যাংকের কোন শাখা না থাকলে অন্য কোন তফসিলি ব্যাংকের মাধ্যমে ভাতা পরিশোধ করা হবে।
•    পেনশনারদের পিপিও এর ন্যায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা পরিশোধের বই (পাশ বই) থাকবে। এই বইয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/কমিশনার/ প্রথম শ্রেণীর কর্মকর্তা/উপজেলা নির্বাহী কর্মকর্তা/পৌরসভার নির্বাহী কর্মকর্তা/সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা কর্তৃক ভাতা প্রাপকের সত্যায়িত ছবি থাকবে। প্রতিটি বইয়ে পৃথক নম্বর সন্নিবেশিত থাকবে। প্রার্থী তালিকা অনুমোদিত হওয়ার পর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা/বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক/প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সংশ্লিষ্ট ভাতা প্রাপকের নামের এ বই ইস্যু করবেন। এই বই ইস্যুর পর হিসাবরক্ষণ কর্মকর্তাগণ সংশ্লিষ্ট ব্যক্তির মাসিক ভাতা পরিশোধের জন্য স্থানীয় সোনালী ব্যাংক/অন্যান্য ব্যাংকে সংশ্লিষ্ট ব্যক্তির ছবিসহ ডি-হাফ প্রেরণ করবেন। তাতা প্রাপকগণ কোন কারণে পাশ বই হারিয়ে বা নষ্ট করে ফেললে স্থানীয় বাস্তবায়ন কমিটি বিষয়টি যাচাই বাছাইপূর্বক ডুপ্লিকেট পাশবই ইস্যু করার জন্য সুপারিশ করবে।
•    হিসাবরক্ষণ কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার অফিসে ভাতা প্রাপকের নাম, ঠিকানা, ছবি ও নমুনা স্বাক্ষরসম্বলিত রেজিষ্টার সংরক্ষণ করতে হবে।
•    অক্ষমতাজনিত কারণে অথবা অন্য কোন সঙ্গত কারনে কেহ ভাতা গ্রহণে অসমর্থ হলে স্থানীয় ওয়ার্ড সদস্য/প্রথম শ্রেণীর কর্মকর্তা/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ছবিসহ ভাতাভোগী কর্তৃক মনোনীত ব্যক্তি ভাতা গ্রহণ করতে পারবেন। ভাতাভোগী জীবিত আছেন মর্মে ভাতা গ্রহণের সময় বর্ণিত কর্মকর্তাদের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
•    কোন ভাতা গ্রহীতা মৃত্যুবরণ করলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড সদস্য কর্তৃক মৃত্যু সম্পর্কিত সনদপত্র প্রদান নিশ্চিত করতে হবে। উপ-পরিচালক/সমাজসেবা কর্মকর্তা ভাতা গ্রহীতার মৃত্যু সম্পর্কিত বিষয়টি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও কার্যালয়কে অবহিত করবেন।
•    এ ভাতা মাসিক ভিত্তিতে প্রদান করা হবে। তবে কেহ এককালীন ভাতা উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে ভাতা উত্তোলন করবেন।
•    উপজেলা, জেলা, শহরাঞ্চলসহ সকল ক্ষেত্রে ভাতা প্রাপকের সংখ্যা ও ভাতার পরিমাণ পরিপত্রের মাধ্যমে জানানো হবে এবং বর্ণিত সংখ্যক ব্যক্তিকে ভাতা প্রদানের জন্য নির্বাচন করতে হবে।

বিঃদ্রঃ সরকার নীতিমালার সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন এর ক্ষমতা সংরক্ষণ করে

 

দোলারবাজার ইউনিয়নের প্রতিবন্ধী ভাতা ভোগীদের নামের তালিকা -

ক্রমিক নং

ভাতাভোগীর নাম

পিতার নাম

মাতার নাম

বয়স

ইউনিয়ন

ওয়াড

গ্রাম

458

বাচ্চুমিয়া

মৃতআঃখালিক

তেরাবানবেগম

40

দোলারবাজার

1

মইনপুর

459

নুরবীবেগম

মৃতইনাতউল্ল্যা

কথারমা

40

দোলারবাজার

1

মইনপুর

460

সাহেদাবেগম

মৃতআবরুমিয়া

করফুলনেছা

40

দোলারবাজার

1

মইনপুর

461

কালামিয়া

মৃততরিকউল্ল্যা

ছুরতুননেছা

45

দোলারবাজার

1

কাটাশলা

462

হারিছআলী

মৃতমছিমমিয়া

আলকাবেরমা

18

দোলারবাজার

1

কাটাশলা

463

কনুরীবেগম

মৃতখলিলমিয়া

উছেরাবানু

14

দোলারবাজার

1

দঃকুরশী

464

আকিকমিয়া

মৃতউমেদখান

ছৈয়দবানু

50

দোলারবাজার

2

দঃকুরশী

465

আলেয়াবেগম

মৃতকলমদরআলী

চান্দরমা

12

দোলারবাজার

2

উঃকুরশী

466

হারিছআলী

মৃতবক্তারখান

কানাইবিবি

25

দোলারবাজার

2

দঃকুরশী

467

সিরাজউদ্দিন

মৃততরিকউল্ল্যা

ছফিনাবিবি

20

দোলারবাজার

2

শেরপুর

468

কামালহোসেন

মৃতআঃরহমান

মৃতসুনাবান

25

দোলারবাজার

2

বুড়াইয়া

469

রাজুলহক

মৃতআছমতআলী

সোনারা

24

দোলারবাজার

2

বুড়াইয়া

470

রাসেল

মৃতমুছলিমখান

রহিমা

20

দোলারবাজার

3

তালুপাট

471

ছোটমিয়া

মৃতমুছনখান

মস্তুরা

50

দোলারবাজার

3

জটি

472

আশিকমিয়া

মৃতরইছআলী

আফজাবিবি

35

দোলারবাজার

3

নমশাপুর

473

দুদুমিয়া

মৃতহামিদআলী

নূরবানু

50

দোলারবাজার

3

নমশাপুর

474

আম্বিয়াবেগম

মৃতহাছনখান

যত্নামা

25

দোলারবাজার

3

রামপুর

475

সিরাজুলইসলাম

মৃতনছিবউল্ল্যা

আস্তুরাবিবি

50

দোলারবাজার

3

রামপুর

476

মোবারকআলী

মৃতসমরআলী

রহিমা

55

দোলারবাজার

4

রামপুর

477

রিপনমিয়া

মৃতআনিছআলী

কন্টাইবিবি

30

দোলারবাজার

4

পালপুর

478

মোঃতাজই

মৃতছোয়াদউল্ল্যা

টেকারমা

65

দোলারবাজার

4

মইনপুর

479

সাঞ্জবআলী

মৃতআঃগনি

রাবিয়াখাতুন

60

দোলারবাজার

4

মইনপুর

480

আয়ধনবিবি

মৃতইছনআলী

করফুলবেগম

50

দোলারবাজার

4

রাউলী

481

তাজমিয়া

মৃতনূরমিয়া

ফুলবিবি

14

দোলারবাজার

4

দঃকুরশী

482

নিজামউদ্দিন

মৃতবিলালমামদ

ময়নাবেগম

13

দোলারবাজার

5

জাহিদপুর

483

চানমিয়া

মৃতবরকতউল্ল্যা

মরিয়মবিবি

12

দোলারবাজার

5

ছিছরাউলী

484

কলসুমা

মৃতআমজাদউল্ল্যা

সরবানু

44

দোলারবাজার

5

লক্ষীপাশা

485

মনোরআলম

মৃতআরফানআলী

রুপজানবিবি

40

দোলারবাজার

5

বারগুপী

486

আফরুজআলী

মৃতআবরুমিয়া

ছবিমা

40

দোলারবাজার

5

জুগলনগর

487

জসিমউদ্দিন

মৃতমামদআলী

নবিজান

40

দোলারবাজার

5

রামপুর

488

আমিনউল্লা

মৃতজফরআলী

বাতাসিবেগম

45

দোলারবাজার

6

রামপুর

489

রাহুলআলম

মৃতনসিবউল্ল্যা

মমিলাখাতুন

18

দোলারবাজার

6

উঃকুরশী

490

হাবিবুররহমান

মৃতজামালমামদ

জয়দনবিবি

14

দোলারবাজার

6

জাহিদপুর

491

মারফতআলী

মৃতজাফরআলী

ফরিজাবিবি

50

দোলারবাজার

6

উঃকুরশী

492

আঞ্জবআলী

মৃতবরাইমামন

জয়গুনবিবি

12

দোলারবাজার

7

উঃকুরশী

493

লিয়াকতআলী

মৃতজহুরআলী

বিবিজান

25

দোলারবাজার

7

ভাওয়াল

494

নিজামউদ্দিন

মৃতআঃরহমান

মনুতরাখাতুন

20

দোলারবাজার

7

জটি

495

উকিলআলী

মৃতসুনাফরআলী

আলতাবুন

25

দোলারবাজার

7

মইনপুর

496

সমরআলী

শাহীদআহমদ

ফুলেছাবিবি

24

দোলারবাজার

7

কাটাশলা

497

আব্দুলআলী

হরমুজআলী

সুরজবান

20

দোলারবাজার

7

দঃকুরশী

498

আম্বিয়াবেগম

উস্তারআলী

সবিতা

50

দোলারবাজার

8

আলমপুর

499

শাহরিয়ারপারভেজ

মনফরআলী

সুখেজাবেগম

35

দোলারবাজার

8

জাহিদপুর

500

পারভিনবেগম

নিম্বর

সমিত্রাবিবি

50

দোলারবাজার

8

বুড়াইয়া

501

আজাদআলী

মজরআলী

আমিনাখাতুন

25

দোলারবাজার

8

বসন্তপুর

502

নাছিমাবেগম

মখলিছআলী

মাছুওমারাবেগম

50

দোলারবাজার

8

বারগুপী

503

বাদশামিয়া

পঞ্চাননবিশ্বাস

আরফুলনেছা

55

দোলারবাজার

9

উঃকুরশী

504

রফিকমিয়া

মৃতমজরআলী

ফুলবানু

30

দোলারবাজার

9

নমশাপুর

505

রেজিয়াবেগম

মৃতহাসিমউল্ল্যা

শামিয়ারা

65

দোলারবাজার

9

উঃকুরশী

506

আবুলহাসান

মৃতঈশ্বরচন্দ্রদত্ত

জয়নববিবি

60

দোলারবাজার

9

লক্ষীপাশা

507

নাদিয়াবেগম

মৃত  কোরবানআলী

জমিরুননেছা

50

দোলারবাজার

9

জাহিদপুর

508

আঃসালাম

মৃতজমসরআলী

রমিজাবেগম

14

দোলারবাজার

9

কল্যানপুর

509

আবুতাহের

মৃতমুছনআলী

কমরাবিবি

13

দোলারবাজার

9

জাহিদপুর

510

শামিমউদ্দিন

মৃতআসকরআলী

খাদিজাবিবি

12

দোলারবাজার

9

জাহিদপুর