মঈনপুর বটের খাল নদীর উপর নির্মিত ব্রীজের একটি ইতিহাস আছ।
মঈনপুর বাসী সম্মিলিত উদ্যোগে যেকোন কাজ অনায়সে করতে পারে।
মঈনপুর বাসী যখন একটি ব্রীজের অভাবে উপজেলা/জেলা শহরের সাথে যোগাযোগ হতে বিছিন্ন
তখন গ্রামে মুরুব্বিয়ান মিলিয়া তখনকার নিবার্চিত এমপি গণ মানুষের নেতা মুহিবুর রহমান মানিক
সাহেবের সাথে। এই ব্রীজ নির্মানের জন্য তাঁর বাসাতে সৌজন্য সাক্ষাত করেন। সেখানে আলোচনা ছিল
যে আপনি( এমপি) আমাদের ব্রীজ করে দেন। এমপি সাহেব করে দিবেন বলে আশ্বাস দেন।
কিন্ত গ্রামের মানুষ ওয়াদা করিয়ে আনেন ব্রীজ হবে বল। আমাদের এভাবে ঐক্য ছিল যে
যদি এমপি ব্রীজ করে না দেন তাহলে আমরা নিজেরা করব।
২০১২ সালে ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৫ সালে শেয় হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস