Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভুমি অফিসের সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রীবাংলাদেশসরকার

ইউনিয়ন সহকারী কর্মকর্তা(ভূমি)এর কার্যালয়

জাহিদপুর ভূমি অফিস,দোলারবাজার ইউনিয়ন

(রাধানগর) ছাতক,সুনামগঞ্জ
সিটিজেনচার্টার(নাগরিকসনদ)

১। নির্ধারিত ফরমে আবেদনকারী অথবা তার মনোনীত প্রতিনিধি উভয়ের এক কপিপাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সহ সহকারী ভূমি বরাবরে আবেদন করতে হবে ।

২।আবেদনের সাথে সংযুক্ত কাগজপত্র ও তথ্যাদির বিবরণঃ

ক. সংশ্লিষ্ট খতিয়ানের ফটোকপি /সার্টিফাইড কপি।

খ.ওয়ারিশ সনদপত্র (অনধিক ৩ মাসের মধ্যে ইস্যুকৃত (প্রযোজ্য ক্ষেত্রে)।

গ. মূল দলিলের সার্টিফাইড/ফটোকপি।

ঘ. সর্বশেষ জরিপের পর থেকে বায়া/ পিট দলিল এর সার্টিফাইড /ফটোকপি।

ঙ. ভূমি উন্নয়নের কর পরিশোধের দাখিলা।

চ. আদালতের রায়/আদেশ/ডিক্রি এর সার্টিফাইড কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

ছ. তফসিলে বর্নিতচৌহদ্দি সহ কলমি নক্সা।

জ. প্রতিনিধির ক্ষেত্রে প্রতিনিধির নাম ও পূর্ন ঠিকানা বয়স,সর্ম্পক,স্বাক্ষরঃ

    পাসপোর্ট সাইজের এক কপি চবি আবেদনকারী কর্তৃক সত্যায়িত হতে হবে।

৩.নামজারী/ জমাখারিজ/ জমা একত্রী করন ফিঃ

ক. আবেদন বাবদ কোর্ট ফি ০৫(পাচঁ) টাকা।

খ. নোটিশ জারী ফি -০২(দুই) টাকা অনধিক ৪(চার) জনের জন্য ৪(চার) এর অনধিক প্রতি জনের জন্য আরো ০.৫০ টাকা হিসাবে আদায় করা হবে।

গ. রেকর্ড সংশোধন ফি-   ২০০/- (দুইশত) টাকা

ঘ. প্রতি কপি নামজারী/ মিউটিশন খতিয়ান ফি- ২০০/-(দুইশত) টাকা।

৪. আবেদন নিষ্পত্তি করনের সময়সীমাঃ

  আবেদন প্রাপ্তির তারিখ হতে সর্বোচ্চ ৪৫(পয়ঁতাল্লিশ) কার্যদিবস।

**প্রয়োজনীয় সহোযগীতা ও যে কোন অভিযোগের ক্ষেত্রে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এর সাথে যোগাযোগ করুন।

** সহকারী কমিশনার (ভূমি) এর নিকট হতে কোন সহযোগিতা না পেলে তাৎক্ষনিক ভাবে  উপজেলা  

    নির্বাহী অফিসার অতবা জেলা প্রশাসক এর নিকট লিখিত আবেদন জানাতে পারেন ।

     প্রয়োজনীয়টেলিফোন/মোবাইলনং

·        সহকারী কমিশনার (ভূমি) টেলিফোন নং ০৮৭২৩-৫৬৩৫৫ ,মোবাইল নং ০১৮১২২৮০৫২৫

·         উপজেলা নির্বাহী অফিসার টেলিফোন নং ০৮৭২৩-৫৫২০২,মোবাইল নং০১৭১৮২৭২১৭৭

·        অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ,সুনামগঞ্জ  ০৮৭১-৬১৬০৭

·        জেলা প্রশাসক ,সুনামগঞ্জ ০৮৭১-৬১৬০১/৬১৪০১

**ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য এ কার্যালয়ের তথ্য কেন্দ্রে যোগাযোগ করুন।

একটি র্দুনীতি মূক্ত,স্বচ্ছ, গতিশীল ও সুষ্ঠু ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা একান্ত কাম্য।